সিংগাইরে জনপ্রিয় নেতা হাজী আব্দুল মাজেদ খানের জোর নির্বাচনী প্রচার-প্রচারণা

সংবাদ জমিন রিপোর্টঃ
মানিকগঞ্জের সিংগাইরে উপজেলা পরিষদ নির্বাচনে জোর প্রচার-প্রচারণা শুরু করেছেন দুঃসময়ের ত্যাগী নেতা ও মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের সহসভাপতি হাজী আব্দুল মাজেদ খান।

উপজেলা আওয়ামীলীগের একাধিকবার নির্বাচিত সাবেক সফল সাধারণ সম্পাদক ও বলধারা ইউনিয়নের ৭ বারের নির্বাচিত চেয়ারম্যান হাজী আব্দুল মাজেদ খান মাঠ-ঘাট চষে বেড়াচ্ছেন। জনগণের পাশাপাশি তাঁর এ নির্বাচনী কাজে একান্ত ও নিবিরভাবে সহযোগিতা করছেন সুযোগ্য ব্যক্তি ইমেজ সম্পন্ন ৪ পুত্র।মাঠে রয়েছেন দলীয় নেতা-কর্মী ছাড়াও আত্মীয় স্বজন। ইতিপূর্বে তিনি আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসেবে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে প্রতিপক্ষ শক্ত প্রার্থীর সাথে ককফাইট দিয়ে সন্মান জনক ভোট লাভ করতে সক্ষম হয়েছিলেন। দুঃসময়ে জেল-জুলুম ভোগ করা এ নেতা এবার প্রাচার-প্রচারণায় ব্যাপক সাড়া পাচ্ছেন।আলাপচারিতায় তিনি জানান, জনগণই আমার সব আশা-ভরসার স্থল।এবার যেভাবে জনগণের সাড়া পাচ্ছি,তাতে বিজয়ী হব ইনশাল্লাহ। সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা,ঈদ মোবারক।সংগৃহীত

শিরোনাম