সিংগাইরে জনতার হাতে মাদক ও প্রাইভেটকারসহ মাদক কারবারি বুলেট পাকড়াও

নিজস্ব প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইরে জনতার হাতে ৮ কেজি ১০০ গ্রাম গাঁজা ও প্রাইভেটকারসহ দাগী মাদক সম্রাট বুলেটকে পাকড়াও করে পুলিশে সোপর্দ করেছে।

জানা গেছে,মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান, পিপিএম-বার মহোদয়ের দিক নির্দেশনায় সিংগাইর থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম মোল্যার তত্ত্বাবধানে সিংগাইর থানার এসআই মোঃ সুমন মিয়ার নেতৃত্বে, সংগীয় এসআই মাহফুজুল হাসান,এএসআই মোঃ মাজহারুল ইসলামদের সমন্বয়ে চৌকশ অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে ১৪ সেপ্টেম্বর রাত অনুমান ৫ ঘটিকার সময় সিংগাইর থানাধীন চর নয়াডাঙ্গী সাকিনস্থ একতা কাঁচা মালের আড়তে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য বহন কাজে ব্যবহৃত ঢাকা মেট্টো-গ-১৩-২৮৩৮ রেজিঃ নাম্বারের প্রাইভেটকার আটক করাসহ প্রাইভেটকারে থাকা মাদক ব্যবসায়ী বুলেট দেওয়ান(৩৫) কে গ্রেফতারপূর্বক তাহার দখল হতে ৮ কেজি গাঁজা উদ্ধার করেন।

শিরোনাম