সিংগাইরে ছেলের হাতে পিতা খুন

 

স্টাফ রিপোর্টার ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরে ছেলের হাতে পিতা খুন হয়েছে। এ ঘটনা এখন উপজেলায় টক অব দ্যা টাউনে পরিণত হয়েছে।

জানা গেছে, জামির্ত্তা ইউনিয়নের উত্তর বকচর গ্রামের অসুস্থ্য খোকন (৫০) পুত্র কাউসার (১৯) কে কিছু আপত্তিকর বিষয় নিয়ে মাঝে- মধ্যে তাকে শাসন করতো। ঘটনার দিন বৃহস্পতিবার (২৯ এপ্রিল) আনুমানিক বেলা সাড়ে ১০ টার দিকে পুত্রকে শাসন করতে গেলে কাউসার ক্ষিপ্ত হয়ে উঠে এবং লোহার রড দিয়ে পিটিয়ে প্যারালাইজড পিতাকে নিজ বাড়িতে হত্যা করে।

খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। কেউ গ্রেফতার হয়নি, ঘাতক পুত্র পলাতক রয়েছে। পুলিশ জানায়, ঘাতককে ধরার জোর চেষ্টা চলছে।

শিরোনাম