সিংগাইরে মদপানে কলেজ ছাত্রের মৃত্যুর ঘটনায় পৌর এলাকায় চাঞ্চল্য

মোঃ কোহিনূর ইসলাম রাব্বিঃ
মানিকগঞ্জেরে সিংগাইরে মদপানে ১ কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।অজ্ঞান রয়েছে আরো ২ কলেজ ছাত্র। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে,উপজেলার পৌরসভার আঙ্গারিয়া মহল্লার কলেজ পড়ুয়া ছাত্র অনিক (২১),আলআমিন(২১)ও দ্বীপ(১৯)শুক্রবার(৬ অক্টোবর)বিকেলে মদ পান করে।মদ পানের পর থেকে ঐ ৩ ছাত্রের যন্ত্রণা শুরু হয়।এক পর্যায়ে আবস্থার অবনতি দেখে অনিককে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়।

অপর দুই কলেজ ছাত্রকে তাৎক্ষণিক মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা।সারা রাত মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে এনাম মেডিক্যালে সকালে অনিকের মৃত্যু হয়। পুলিশ জানায়,এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শিরোনাম