সিংগাইরে চেয়ারম্যান রাজুর পরিষদে টিকা প্রতি ১০ টাকা করে নেয়ার চেষ্টা

সংবাদ জমিন, অনলাইন ডেস্ক ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরে জামির্ত্তা ইউনিয়ন পরিষদে টিকা দেয়ার সময় টিকা প্রতি ১০ টাকা করে নেয়ার চেষ্টা করা হয়েছে। প্রথমে নেয়া হলে ও পরে জনগণের চাপে টাকা নেয়া বন্ধ করা হয়েছে। পালন করা হয়নি স্বাস্থ্য বিধি। সামাজিক দূরত্ব বজায় রাখা হয়নি টিকা দেয়ার সময়। এ নিয়ে সোস্যাল মিডিয়ায় রাজুকে নিয়ে তোলপাড় চলছে।

খোঁজ নিয়ে জানা গেছে,মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে দেখা যায় করোনা ভাইরাস টিকা নিতে আসা সাধারণ জনতার কোনো সামাজিক দূরত্ব ছিলো না।

একদিকে বাইরে তার লোকজন করোনার টিকা বিক্রি করেছেন ১০ টাকা করে। আবার সচেতন নাগরিক এর আনাগোনা টের পেয়ে ১০ টাকার করোনা টিকা বিক্রি বন্ধ করে দেয়ার ঘটনাও ঘটে।

সোস্যাল মিডিয়ায় তোলপাড় নিয়ে চেয়ারম্যান রাজুর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি সংবাদ জমিনকে জানান, আমি যথাসাধ্য চেষ্টা করেছি,সামাজিক দূরত্ব বজায় রেখে টিকা দেয়ার জন্য, কিন্তু জনগণ তা মানেনি। ছবি ও তথ্য সূত্র-ফেসবুক, সাভার জনগণ সংবাদ

শিরোনাম