সিংগাইরে চালক খুনের ঘটনায় গ্রেফতার ৩ : অটো বাইক উদ্ধার
কোহিনূর ইসলাম রাব্বি ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরে মমৃান্তিকভাবে চালক খুনের ঘটনায় সোমবার (১৯ জুলাই) দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে সাভারের তেঁতুলঝোড়া এলাকা থেকে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে অধিকতর তদন্তের স্বার্থে পুলিশ তাদের নাম প্রকাশ করতে পারেনি।
অপরদিকে চরউলাইল এলাকার অদূরবর্তী ফাঁকা চকে ফোর্ডনগর গ্রামের সৌদি প্রবাসী গোলাম আলীর স্কুল পড়ুয়া পুত্র ও বাইক চালক সোহান (১৬) কে খুন করে অটো বাইকটি ছিনিয়ে নেয়ার সময় হত্যাকাজে ব্যবহৃত রক্তাক্ত ছুরি উদ্ধার করেছে পুলিশ। সেই সাথে উদ্ধার করা হয়েছে অটোবাইকটিও। পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা চালককে নির্মমভাবে খুনের কথা স্বীকার করেছে।
এদিকে এএসপি (সিংগাইর সার্কেল) মোহা. রেজাউল হক, ওসি সফিকুল ইসলাম মোল্যা ও পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালামে, এসআই মোঃ আব্দুর রহিমসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেছেন।