সিংগাইরে চারিগ্রামে লাইসেন্স করা পিস্তল দিয়ে ছেলের শ্বশুরকে হত্যার হুমকি

কোহিনূর ইসলাম রাব্বিঃ
মানিকগঞ্জের সিঙ্গাইরে লাইসেন্সকরা পিস্তল দেখিয়ে ছেলের শ্বশুরকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছে চারিগ্রাম নিবাসী মুজিবুর রহমানের (৫৫)। এ নিয়ে এলাকায় শোরগোল চলছে।

জানা গেছে,চারিগ্রামের মালিপাড়া নিবাসী ও স্বর্ণ ব্যবসায়ী মুজিবরের সাথে তার ছেলের শ্বশুর মহিবুর রহমানের পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল।এরই জের ধরে রবিবার(৮ সেপ্টেম্বর)দুপুরে চারিগ্রাম শেখপাড়া মসজিদের সামনে তাদের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়।এক পর্যায়ে মুজিবুর তার কাছে থাকা লাইসেন্স করা পিস্তল দিয়ে বিয়াইকে হত্যার হুমকি দেন।এ ব্যাপারে মহিবুর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।থানার ওসি সৈয়দ মিজানূর রহমান জানান,এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শিরোনাম