সিংগাইরে চারিগ্রামে মোটরসাইকেল-অটোরিক্সা সংঘর্ষে প্রাণ গেল চালকের

নিজস্ব প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরে চারিগ্রামে অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল রিক্সা চালকের।

জানা গেছে, সোমবার (২১ ফেব্রুয়ারী) সাড়ে ৭ টার দিকে উপজেলার দাশের হাটি গ্রামের চর দাশের হাটি গ্রামের রফিক সরদারের ছেলে মতু মিয়া (৫৫) চারিগ্রাম বাজার থেকে অটোরিকশা দিয়ে যাত্রী নিয়ে বরাটিয়া বাজারে যাচ্ছিল। পথিমধ্যে সড়কের গুলজার মিয়ার বাড়ির সামনে মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মতু মিয়ার মৃত্যু ঘটে। এ সময় মোটর সাইকেল আরোহী জুনায়েদ (২২), আলহাজ (১৯), ও মালিক রোহান (২০) আহত হয়। পুলিশ জানায়, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শিরোনাম