নিজস্ব প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরে চারিগ্রামে স্বামী-স্ত্রী চেয়ারম্যান প্রার্থী হয়েছেন বলে জানা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, আগামী ১১ নভেম্বর নির্বাচনকে সামনে রেখে উপজেলার চারিগ্রাম ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শেখ মো: সাজেদুল আলম স্বাধীন ও তাঁর স্ত্রী লিলি আক্তার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। ২৬ অক্টোবর ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। সবাই আশা করছিল স্বাধীনের স্ত্রী মনোনয়ন প্রত্যাহার করবেন। কিন্তু সে আশায় গুঁড়েবালি। শেষ পর্যন্ত তার স্ত্রী মনোনয়ন প্রত্যাহার করেননি। কি কারণে স্বাধীনের স্ত্রী মনোনয়ন প্রত্যাহার করলেন না সে সম্পর্কে কিছুই জানা যায়নি।
স্বামী-স্ত্রীর ভোটযুদ্ধে অবতীর্ণ হওয়া নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে স্বাধীনের সাথে একাধিকবার মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি। ছবি-সংগৃহীত