সিংগাইরে চাপরাইল সেতু নাকি মরণ ফাঁদ !

নিজস্ব প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরে জামির্ত্তা ইউনিয়নের চাপরাইল গ্রামের সেতুটি নাকি মরণ ফাঁদ ! নিত্যদিন ভোগান্তির স্বীকার হচ্ছেন হাজার হাজার যাত্রীসাধারণ। প্রশ্ন উঠেছে ৫ বছর জনপ্রতিনিধিরা কি করলেন? উন্নয়নের জোয়ারে নাকি ভাসছে জামির্ত্তা ইউনিয়ন।

জানা গেছে, চাপরাইল টু হাতনী সড়কের চকের মধ্যে জরাজীর্ণ এ সেতুটি দীর্ঘদিন পড়ে থাকলেও দেখার যেন কেউ নেই। রাস্তার পরিস্থিতিও নাজুক। সেতুর এ্যাপ্রোচ নেই। রেলিং ভেঙ্গে পড়েছে। সেতুটি দিয়ে যানবাহন চলাচল একেবারেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ঘটতে পারে অনাকাঙ্খিত দুর্ঘটনা। এলাকাবাসী সেতুটি মেরামতে যথাযথ কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন।

শিরোনাম