সিংগাইরে চান্দহরে ধৃত চোরাই গরু হাওয়া করে দিয়েছে একটি মহল

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় সক্রিয় হয়ে উঠছে গরু চোর সিন্ডিকেট। আর এ সিন্ডিকেট সক্রিয় হওয়ায় কারণে এলাকায় চুরি আতংক বিরাজ করছে।

জানা যায়,সম্প্রতি উপজেলার চান্দহর ইউনিয়নে ফতেপুর গ্রামে গভীর রাতে দিল মোহাম্মদের বাড়ি থেকে চোরের দল ১টি গাভী ও ২টি বাছুর চুরি করে নিয়ে যায়। ক্ষতিগ্রস্ত দিল মোহাম্মদ বলেন, আমি গরুর দুধ বিক্রি করে পরিবারের খরচের টাকা যোগাই। আমার আর কোন অবলম্বন নেই।রাতে গরু ঘরে রেখে ঘুমাতে যাই। সকালে উঠে গোয়াল ঘরে গরু দেখতে না পেয়ে বুঝতে পারি আমার গরু চুরি হয়ে গেছে।

এদিকে চোরাই গরু ৩টি অন্য গ্রামে জনগণ ধরলেও এ গরু হাওয়া করে দিয়েছে একটি মহল। চলছে ব্যাপক তোলপাড়।এ ঘটনায় ওয়ার্ড মেম্বার দিন ইসলাম বলেন, গরু চুরির ঘটনায় আমি মর্মাহত, এসব চুরির সাথে মাদক কারবারিরা জড়িত, মাদক নির্মূল করতে হবে এবং রাত জেগে পাহারা দেওয়ার ব্যবস্থা করতে হবে। সকলকে সতর্ক থাকার জন্য মসজিদের মাইকে ঘোষণা করা হয়েছে।

এ ব্যাপারে শান্তিপুর ফাঁড়ির এসআই শাহিন জানান, গরু চুরির খবর পেয়েছি। তদন্তপূর্বক গরুগুলো উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

শিরোনাম