সিংগাইরে চান্দহরে ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী নিহত : আহত-১

 

স্টাফ রিপোর্টার ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরে চান্দহরে ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের স্ত্রীর অবস্থা আশংকাজনক। তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। এ সংবাদ লেখা পর্যন্ত তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বলে সর্বশেষ খবরে জানা গেছে।

জানা যায়, উপজেলার ধল্লা ইউনিয়নের আঠালিয়া গ্রামের রিয়াজুল বেপারীর পুত্র আরিফুল ইসলাম (২৭) তার স্ত্রী রুমা (১৯) কে নিয়ে শনিবার (১৫ মে,২০২১) বিকেলে মোটর সাইকেল যোগে ঘুরতে বের হন। ঘোরাঘুরির এক পর্যায়ে তারা উপজেলার চান্দহর ইউনিয়নের শান্তিপুর-বাঘুলী উচ্চ বিদ্যালয়ের অদূরে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই আরিফুলের মৃত্যু হয়।

স্ত্রী রুমাকে সাভারস্থ এনাম মেডিকেল কলেজ এ্যান্ড হাসপাতালে নেয়া হয়েছে। তিনি এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এদিকে আরিফুলের অকাল মৃত্যুতে ঐ পরিবারে চলছে শোকের মাতম।

শিরোনাম