সিংগাইরে চান্দহরে ইউপি সদস্যকে কুপিয়ে জখম

কোহিনূর ইসলাম রাব্বিঃ
মানিকগঞ্জের সিংগাইরে ইউপি সদস্যকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ সংবাদ লেখা পর্যন্ত তার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

জানা গেছে, উপজেলার চান্দহর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল গফুর শনিবার(১০ জুন) ভোরে আটিপাড়া দেওয়ান বাড়ি মসজিদে ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে দুর্বৃত্তরা তাকে এলোপাথাড়িভাবে কুপিয়ে জখম করে। এ সময় প্রতিবেশীরা টের পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে চান্দহর ইউনিয়নের চেয়ারম্যান শওকত হোসেন বাদল এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এর আইনগত সুষ্ঠু বিচার দাবি করেন।

এ ব্যাপারে রবিবার সকালে সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানূর ইসলাম জানান, এ ব্যাপারে আইগত ব্যবস্থা নেয়া হবে।

শিরোনাম