সিংগাইর(মানিকগঞ্জ) প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের ঢালী আর নেই। শনিবার (১৩ মার্চ ২০২১) রাত দেড়টার দিকে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। আব্দুল কাদের ঢালী বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছিলেন। তিনি দুই স্ত্রী, চার ছেলে, ছয় মেয়েসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন।
তিনি ১৯৩৫সালে উপজেলার চান্দহর ইউনিয়নের চর মূলবর্গ গ্রামে জন্মগ্রহণ করেন। বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের ঢালী ১৯৯০ সালে প্রথম বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন এবং তিন দফায় ১৩ বছর সফলতার সাথে ইউনিয়ন পরিষোদের দায়িত্ব পালন করেছেন। জনপ্রতিনিধি হিসেবেও এলাকার উন্নয়নে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর মৃত্যুতে পরিবারবর্গ ও এলাকাবাসী গভীরভাবে শোকাহত।