সিংগাইরে চান্দহরের বেলকপাড়া সেতুটি নাকি মরণ ফাঁদ!

নিজস্ব প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরে চান্দহরের সেতুটি নাকি এখন মরণ ফাঁদ! সেতুটি মরণ ফাঁদে রুপ নেয়ার কারণে ভোগান্তির শিকার হচ্ছে হাজার হাজার যাত্রী সাধারণ।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার চান্দহর এবং জামির্ত্তা ইউনিয়নের একমাত্র সংযোগ সড়ক এটি। বলা যায়, এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। এ সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী সাধারণ চলাচল করে থাকে। সেতটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। রয়েছে যান চলাচল বন্ধ। সেতুটি অতি বিপজ্জনক বিধায় ঝুঁলিয়ে দেয়া হয়েছে লাল শতর্ক বার্তা।

মাঝে-মধ্যে সে লাল নিশান ও থাকছে না। চলাচলরত যাত্রীরা বিপজ্জনক লাল নিশান সরিয়ে ফেলছে তাদের চলাচলের জন্য। সড়কটিতে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। সেতুর পাশ দিয়ে পথচারী ও দু’একটি ছোট যান চলাচল করছে কোনমতে। সর্বোপরি যে কোন সময় সেতুটি ভেঙ্গে প্রাণহানি ঘটতে পারে। সেতুটির রেলিং ভেঙ্গে গেছে। সেতুর উপরে পিচ-ঢালাই উঠে রড বের হয়ে গেছে। সৃষ্টি হয়েছে খানা-খন্দের।

২ টি ইউনিয়নের মধ্যে ভারী যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ব্যবসায়ীরা দারুন ভোগান্তির শিকার হচ্ছেন। দীর্ঘদিন হয়ে গেলেও সেতুটি মেরামতের কোন উদ্যোগ নেয়া হচ্ছে না। সেতুটি মেরামতের জন্য যাত্রীসাধারণ ও এলাকাবাসী যথাযথ কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন।

শিরোনাম