সিংগাইরে চাঞ্চল্যকর প্রতিবন্ধী মহিলাকে ধর্ষণের পর হত্যা,ধর্ষকের ফাঁসি

কোহিনূর ইসলাম রাব্বিঃ
মানিকগঞ্জের সিংগাইরে চাঞ্চল্যকর প্রতিবন্ধী মহিলাকে ধর্ষণের পর হত্যা মামলায় ধর্ষক টোনা (৩৫)কে ফাঁসির রায় দিয়েছে বিজ্ঞ আদালত।বুধবার(১৫ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম তানিয়া কামাল এ রায় ঘোষণা করেন।রায়ের সময় ধর্ষক টোনা আদালতে হাজির ছিলেন।

জানা গেছে,২০১৯ সালের ৫ ডিসেম্বর রাতে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বলধরা ইউনিয়নের বড় কালিয়াকৈর গ্রামের আমোদ আলীর ছেলে টোনা একই উপজেলার জামশা ইউনিয়নের গোলাইডাঙ্গা-বাস্তা গ্রামের বুদ্ধি প্রতিবন্ধী ছমিরন (৪৫)এর ঘরে ঢুঁকে ধর্ষণ করে। এরপর বঁটি দিয়ে গলা কেটে হত্যা করে পালানোর চেষ্টা করে।হত্যার সময় প্রতিবন্ধীর চিৎকারে লোকজন এগিয়ে আসে এবং টোনাকে ধরে পুলিশে সোপর্দ করে।এ ব্যাপারে সিংগাইর থানায় মামলা হয়।২০২০ সালের ১৮ এপ্রিল মামলাটির চার্জশীট দাখিল করা হয়।মামলাটির ১৫ জন ব্যক্তির সাক্ষ্যগ্রহণ শেষে দীর্ঘ প্রায় ৪ বছর পর রায় ঘোষণা করা হয়। মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ঐ প্রতিবন্ধীর পরিবার ও আত্মীয়স্বজন।

শিরোনাম