সিংগাইরে চাঞ্চল্যকর নাছির হত্যার প্রতিবাদে শুক্রবার মানববন্ধন

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরে ধল্লা ইউনিয়নের বাস্তা গ্রামের ইছাকের পুত্র নাছির (৩৪) হত্যার প্রতিবাদে এলাকাবাসী শুক্রবার বাদজুমা মানববন্ধন ডেকেছে। মানববন্ধনকে সফল করতে এলাকায় চলছে তৎপরতা।

উল্লেখ্য, হাজী সফরের পুত্র লাভু (৩২) গংদের মধ্যে মঙ্গলবার (৮ জুন) বিকেলে কেরাম বোর্ড খেলা নিয়ে বিরোধের সূত্রপাত হয়। সন্ধ্যার পরও এ উত্তেজনা অব্যাহত থাকে। লাভু গংরা ধারালো অস্ত্র নিয়ে মহড়া চালায়। পরের দিন রাত সাড়ে ৮ টার দিকে লাভু গংরা কুপিয়ে হত্যা করে নাছিরকে।

 

শিরোনাম