সিংগাইরে চাঞ্চল্যকর খোরশেদ হত্যা মামলার রায় ঘোষণা,৫ জনের যাবজ্জীবন

কোহিনূর ইসলাম রাব্বিঃ
মানিকগঞ্জের সিংগাইরে চারিগ্রাম দাশের হাটি এলাকায়ে চাঞ্চল্যকর খোরেশেদ হত্যা মামলার রায় ঘোষনা করেছেন বিজ্ঞ আদালত।

জানা গেছে,২০০৫ সালের ২ অক্টোবর বাড়ি ফেরার পথিমধ্যে দাশেরহাটি এলাকায় ওঁৎপেতে থাকা ৫-৬ জনের একটি সশস্ত্র গ্রপ তাকে কুপিয়ে হত্যা করে।সেই তারা মোটর সাইকেল ও তার কাছে থাকা যাবতীয় মালামাল লুট করে।

দীর্ঘদিন আইনী লড়াইয়ের পর গত ২৩ অক্টোবর বিকেল ৩ টার দিকে বিজ্ঞ আদালত রায় ঘোষণা করেন।রায়ে চারিগ্রাম ইউনিয়নের জাইল্যা গ্রামের শাহিনুল,দাশেরহাটি গ্রামের লিটন,রিপন,দক্ষিণ চারিগ্রামের উজ্জল ও যশোরের ঝিকর গাছা উপজেলার গাবুরা গ্রামের শহীদূল ইসলামকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করা হয়।রায়ের সময় ৩ আসামী আদালতে উপস্থিত ছিলেন। ছিলেন।অন্যরা পলাতক ছিলেন।

শিরোনাম