সিংগাইরে চর চারাভাঙ্গায় শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টা : থানায় মামলা

 

স্টাফ রিপোর্টার ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরে বায়রা ইউনিয়নের চর চারাভাঙ্গা গ্রামে শিশু ধর্ষণ চেষ্টার মর্মান্তিক অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকায় বেশ কিছুদিন ধরেই চলছে তোলপাড়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

সরেজমিন তদন্তে জানা যায়, শুক্রবার (২৮ মে) ৬ টার দিকে ঐ গ্রামের মৃত. নয়ন খাঁর পুত্র রহিম (৫৫) এর ধানের খোলায় একই গ্রামের তোপাজ্জলের কন্যা (৮) ও তার সতীর্থরা খেলা করছিল। এ সময় লম্পট রহিম লিচু কুঁড়ানোর ছলে ঐ শিশু কন্যাকে ভাগিয়ে নিয়ে তার মোটর চালিত ইরি প্রজেক্ট ঘরে নিয়ে মুখ চেপে ধর্ষণের চেষ্টা করে।

এদিকে শিশু কন্যাটি ফিরে না আসায় তার সতীর্থরা তাকে খুঁজতে বের হয়। সতীর্থরা প্রজেক্ট ঘরে অশালীন অবস্থায় দেখে তার পরিবারের কাছে ছুঁটে যায় এবং বিস্তারিত অবগত করে। তার পরিবার ও এলাকার লোকজন ছুঁটে এলে লম্পট রহিম সটকে পড়ে।

ঘটনাটি সালিশ-মীমাংসার চেষ্টা করা হয়। পরে মীমাংসা না হওয়ায় থানায় মামলা হয়। রহিম পলাতক রয়েছে। ওসি সফিকুল ইসলাম মোল্যা সংবাদ জমিনকে বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে, আসামীকে গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

শিরোনাম