সিংগাইরে চরনয়াডাঙ্গীতে লাউগাছের সাথে এ কেমন শত্রুতা !

মানিকগঞ্জ প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরে জয়মন্টপ ইউনিয়নের চর নয়াডাঙ্গীতে লাউ গাছের সাথে এ কেমন শত্রুতা ! গ্রামের এক কৃষকের লাউ গাছ কেটে সাবাড় করে দিয়েছে প্রতিপক্ষরা। এ নিয়ে এলাকায় তোলপাড় চলছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ঐ গ্রামের মৃত গেদু বেপারীর পুত্র কালাম (৫২) এর ১ বিঘা জমির লাউ ক্ষেত শুক্রবার (১২ নভেম্বর) দিবাগত রাতে কে বা কারা কেটে ফেলে। এতে ঐ কৃষক ব্যাপক ক্ষতি সাধিত হয়। এলাকাবাসীর ধারণা, রাজনৈতিক প্রতিহিংসার জের ধরেই প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে। কালাম সাংবাদিকদের মুঠোফোনে জানান, এ ব্যাপারে অভিযোগ করা হয়েছে রিপোর্ট করার দরকার নেই।

শিরোনাম