সিংগাইরে চন্দননগরে পিস্তলসহ ডাকাত আটক

মানকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইরে জামির্ত্তা ইউনিয়নের চন্দননগর গ্রামে পিস্তলসহ ১ ডাকাতকে আটক করেছে জনতা।

জানা গেছে, শনিবার(৯ জানুয়ারী) দিবাগত গভীর রাতে ঐ গ্রামের পান্নুর বাড়িতে একদল ডাকাত প্রবেশ করে।এর মধ্যে একাধিক ডাকাত বাড়িতে প্রবেশ করে।আর একাধিক ডাকাত রাস্তায় অপেক্ষা করে। এ সময় বাড়ির লোকজন টের ডাকাতদের ধাওয়া করে।জনৈক ব্যক্তি এক ডাকাতকে কামড় বসালে হাতের পিস্তল পড়ে যায়।লোকজন সাথে সাথে ঐ ডাকাতকে পিস্তলসহ ধরে ফেলে। ধত ডাকাতের পরিচয় মিলেনি।তবে পিস্তলটি কি খেলনা নাকি আসল তা জানা যায়নি।এ সংবাদ লেখা পর্যন্ত কোন মামলা হয়নি।

শিরোনাম