সিংগাইরে ঘূর্ণিঝড়ের তান্ডব, ঘরের উপর গাছ পড়ে প্রাণ গেল এক বৃদ্ধার

কোহিনূর ইসলাম রাব্বিঃ
মানিকগঞ্জের সিংগাইরে দক্ষিণ সাহরাইল গ্রামে ঘূর্ণিঝড়ে ঘরের উপর গাছ পড়ে প্রাণ গেল এক বৃদ্ধার।ঐ পরিবারে বইছে এখন কান্নার মাতম।

জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার শায়েস্তা ইউনিয়নের দক্ষিণ শাহরাইল গ্রামে এ ঘূর্ণিঝড় আঘাত হানে।এ সময় ঘরের উপর একটি গাছ ভেঙ্গে পড়লে ঐ গ্রামের বৃদ্ধা আমেনা(৮০)নিহত হয়।এছাড়া ঘূর্ণিঝড়ের কয়েক মিনিটের তান্ডবে দক্ষিণ সাহরাইল ছাড়াও পাশের গোপালনগর ও কানাইনগর গ্রামের বিভিন্ন ঘরবাড়ি ও গাছপালা ভেঙ্গে পড়ে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সবার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।ইউএনও দিপন দেবনাথ জানান, খুব দ্রুত ক্ষতিগ্রস্তদের সাহায্য করা হবে।

শিরোনাম