সিংগাইরে ঘন ঘন লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাটে জনজীবন অতীষ্ট

মানিকগঞ্জ প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরে ঘনঘন লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাটে জনজীবন অতীষ্ট। ফলে জন মানুষের স্বাভাবিক জীবন যাত্রা দারুণভাবে ব্যহত হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রমতে, উপজেলায় পল্লী বিদ্যুতের প্রায় ৯০ হাজার গ্রাহক রয়েছে। এসব গ্রাহকরা পল্লী বিদ্যুতের সেবা থেকে বঞ্চিত হচ্ছে। বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো হয়েছে যথেষ্ট পরিমানে। উৎপাদন বাড়ানো হলেও অথচ সিংগাইরের চালচিত্র ভিন্ন। এখানে বিদ্যুৎ লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাট কমেনি, বরঞ্চ বেড়েছে।

এদিকে ঘন ঘন লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে স্বাভাবিক জীবনযাত্রা যেমন ব্যহত হচ্ছে, তেমনি বিভিন্ন বিদ্যুৎচালিত ইলেক্ট্রিক্যাল ও ইলেকট্রনিক্সের বিভিন্ন জিনিসপত্র নষ্ট হচ্ছে। তাছাড়া বিদ্যুৎ বিলও বেশি উঠছে। এ থেকে পরিত্রাণের জন্য গ্রাহক সাধারণ যথাযথ কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন।

শিরোনাম