মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ঢাকা সার্ভিসেস কোম্পানী লিঃ এর বায়রা গ্রামীণ পাইপ ওয়াটার সাপ্লাই স্কীমের অপারেটর মোঃ রাকিব বিশ্বাসের উপর সম্প্রতি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। তাকে তাৎক্ষণিক সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
জানা গেছে, গত ১০ মার্চ সন্ধ্যায় বায়রা বাজারের মিজু হোটেলের সামনে রাকিবের উপর হামলা করে আমজাদ হোসেনের পুত্র সুজন মিয়া (২০), জাহাঙ্গীর আলমের পুত্র জাহিদ (১৮), আরব আলীর পুত্র সানি, সর্ব সাং সানাইলসহ অজ্ঞাত নামা ৫/৬জন মোস্ট ওয়ান্টেড ও কিশোর গ্যাং চক্র। এতে রাকিব গুরুতর আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে রাকিবের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বায়রা ইউপি চেয়ারম্যান দেওয়ান জিন্নাহ লাঠু বলেন, সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়া হোক।
উল্লেখ্য, সন্ত্রাসী এই বাহিনী ২০২২ সালে প্রকল্প ম্যানেজার মোঃ রফিকুল আলম ও অপারেটর রাকিবকে হত্যার উদ্দেশ্যে প্রকাশ্যে দিবালোকে বায়রা বাজারে মারপিট করে। এই বাহিনীর সদস্যদের বিরুদ্ধে সিংগাইর থানায় ২০২২ সালের অক্টোবর মাসের ৪ তারিখে জিডি করেন। প্রকল্প ম্যানেজার রফিকুল আলম। যাহার জিডি নং- ১১১৮।