মানিকগঞ্জ প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরে গাজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারিকে পাকড়াও করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার মোসলেমাবাদ গ্রামের মৃত মুসলেমের পুত্র হারুনুর রশিদকে (৩০) কে ৪’শ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে।
অপরদিকে উপজেলার বৈরাগিরটেক এলাকায় গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ৩০০ গ্রাম গাজা ও ২২ পিস ইয়াবাসহ ঢাকার নবাবগঞ্জ উপজেলার খতিয়া গ্রামের সহিদুল ইসলামের ছেলে জাহিদ হোসেন (২৭) ও শেখ জসিমের ছেলে শেখ শিপন (১৯) কে গ্রেপ্তার করে।
তিন মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে।