সিংগাইরে গোবিন্দলে এক রাতে ৫ বাড়িতে ডাকাতি,আহত-৩

কোহিনূর ইসলাম রাব্বিঃ
মানিকগঞ্জের সিংগাইরে গোবিন্দলে একরাতে ৫ বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। আর এ ডাকাতির ঘটনায় আহত হয়েছে ৩ জন। ৫ বাড়িতে ডাকাতির ঘটনায় এলাকায় বিরাজ করছে আতংক।

জানা গেছে,বৃহস্পতিবার(২২ সেপ্টেম্বর) রাতে ১৯-২০ সদস্যের একটি সশস্ত্র ডাকাতদল উপজেলা সদর ইউনিয়নের গোবিন্দল গ্রামের মৃত চমক আলীর ছেলে সৌদি প্রবাসী আবু সাঈদ, আব্দুল লতিফের ছেলে আব্দুল কাদের ও মহিবুর রহমান, চান মিয়া আমিরের ছেলে আবুজর ও আবু সায়েদ এর বাড়িতে প্রবেশ করে পরিবারগুলোর সবাইকে জিম্মি করে আলমারি ও লকারের চাবি নিয়ে আনুমানিক নগদ ১ লক্ষ টাকা, ৭ ভরি স্বর্ণ ও ২৫ ভরি রুপা ও ৪ টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতদলের হামলায় আহত হয় ৩ জন। এ ব্যাপারে ওসি সফিকুল ইসলাম মোল্যাহ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,৫ বাড়িতে নয়,এক বাড়ির ৫ঘরে ডাকাতি হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে।ছবি-প্রতিকী

শিরোনাম