সিংগাইরে গাজিন্দা গ্রামে খেজুর খাওয়ার কথা বলে শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টা
নিজস্ব প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইরে ধল্লা ইউনিয়নের গাজিন্দা গ্রামে খেজুর খাওয়ার কথা বলে এক শিশু কন্যাকে বাথরুমে আটকিয়ে ধর্ষণের চেষ্টা করেছে ঐ গ্রামের বখাটে কিশোর ছোটন(১৫)। এ ঘটনার পর ঐ লম্পট কিশোর পলাতক রয়েছে।
জানা গেছে,রবিবার(৪ জুন) আনুমানিক বেলা পৌণে ১০ টার দিকে ঐ গ্রামের মহির কন্যা(৫)কে একই গ্রামের মেঘু খার পুত্র ছোটন খেজুর খাওয়ার কথা বলে ফুঁসলিয়ে পাশের আনোয়ারের পরিত্যক্ত বাড়ির বাথরুমে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটি চিৎকার চেঁচামেচি শুরু করলে শিশুটিকে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা করে বখাটে যুবক। এ সময় প্রতিবেশীরা টের পেয়ে এগিয়ে এসে বাথরুমের দরজা ভেঙ্গে শিশুটিকে উদ্ধার করে। ভিকটিমের পরিবার থানায় মামলা করতে গেলে এলাকার একটি প্রভাবশালী মহল মীমাংসার কথা বলে থানায় থেকে তাদের ফিরিয়ে নিয়ে আসে এবং মামলা থেকে বিরত রাখে।
বিকেলে আবারো ভিকটিম পরিবার থানায় মামলা করতে যায়। থানার ওসি মিজানূর রহমান জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।