কোহিনূর ইসলাম রাব্বিঃ
মানিকগঞ্জের সিংগাইরে খেসারী ক্ষেত থেকে এক নারীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
জানা গেছে,সোমবার(১৩ ফেব্রুয়ারী)সন্ধ্যায় উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর গ্রামের চান মিয়ার খেসারী ক্ষেতে লোকজন এক নারীর লাশ দেখতে পেয়ে থানা-পুলিশকে খবর দেয়।পুলিশ লাশটি উদ্ধার করে পরের দিন মঙ্গলবার দুপুরে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।লাশটির পরিচয় শনাক্ত হওয়ার পর মঙ্গলবার এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।।নিহত ঐ নারীর বাড়ি বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার দক্ষিণ তেলিগাতী গ্রামে।তার স্বামীর নাম হাফিজ উদ্দিন।লাশটি উদ্ধারের সময় গলায় গামছা পেঁচানো ছিল।মুখে আঘাতের চিহ্ন ছিল।
ওসি সফিকুল ইসলাম মোল্লা ও ধল্লা পুলিশ ফাঁড়রি ইনচার্জ এসআই রফিক জানান,এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।