সিংগাইরে খাসেরচরে মার্কেটে আগুন লেগে ২০ লক্ষাধিক টাকার ক্ষতি,আহত-১

কোহিনূর ইসলাম রাব্বিঃ
মানিকগঞ্জের সিংগাইরে ধল্লা ইউনিয়নের খাসেরচর গ্রামে আগুন লেগে ২০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে পুড়ে আহত হয়েছে ১ জন।

জানা গেছে,ঐ গ্রামের ছোবান মোল্যার পুত্র আমজাদ ও ইফনুস বাড়ির সামনে মার্কেট নির্মাণ করে ২টি রুমে ব্যবসা চালিয়ে আসছিলেন।শনিবার(২০ মে) রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে ঐ মার্কেটে হঠাৎ আগুন লাগলে দু’ভাইয়ের দোকান ঘরের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া মার্কেটের ভাড়া দেয়া ১ টি রুম(এনজিও অফিস) ও অপর একটি রুম (ব্যাচেলর) আগুন লেগে ব্যাপক ক্ষতি সাধিত হয়। এ সময় আগুনে পুড়ে আহত হয় ইউনুস। খবর পেয়ে ফায়ার সার্ভিস ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিভাতে সক্ষম হয়। শনিবার দুপুরে পুলিশের ্উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সংবাদ লেখা পর্যন্ত আগুনের সূত্রপাত জানা যায়নি।

শিরোনাম