সিংগাইরে খাসেরচরে প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও ২ সন্তানের জনক

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইরে ধল্লা ইউনিয়নের খাসেরচর গ্রামের ২ সন্তানের জনক আমজাদ একই গ্রামের প্রবাসীর স্ত্রী ও ৩ সন্তানের জননীকে নিয়ে উধাও হয়ে গেছে।এ নিয়ে এলাকায় ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, ঐ গ্রামের পূর্বপাড়ার মতিনের পুত্র ও ২ সন্তানের জনক আমজাদ এবং একই গ্রামের পশ্চিম পাড়ার প্রবাসী লুকমানের স্ত্রী ও ৩ সন্তানের জননীর সাথে দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেম চলে আসছিল। গত ১৩ জুলাই উভয়ে প্রেমের টানে হাওয়া হয়ে যায়।অনেক খোঁজাখুঁজি করেও আজ অবধি তাদের সন্ধান মেলেনি।ব্যাপারটি থানা-পুলিশ পর্যন্ত গড়িয়েছে বলে উভয় পরিবার সংবাদ জমিনকে নিশ্চিত করেন।

শিরোনাম