কোহিনূর ইসলাম রাব্বিঃ
মানিকগঞ্জের সিংগাইরে খাসেরচরে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতে আবারো নাবালিকা শিশু কন্যা ধর্ষণের ঘটনা ঘটেছে।
জানা গেছে,খাসেরচর গ্রামের শহীদুল্লাহর ছেলে ও চা বিক্রেতা শরীফ(২২) ঐ গ্রামের আরিফ মেম্বারের বাড়ির মেলায় মা-বাবার সাথে পেঁয়াজু বিক্রয় করতে আসা নাবালিকা কন্যা(১৩)কে ফুঁসলিয়ে বৃহস্পতিবার(১১ আগস্ট) রাতে জোর পূর্বক ধর্ষণ করে। পরের দিন শুক্রবার(১২ আগষ্ট)সকালে তার পিতা-মাতাকে জানালে ঘটনাটি ফাস হয়। এক পর্যায়ে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করে গ্রাম্য মাতব্বররা। ঘটনাটি থানা-পুলিশ পর্যন্ত গড়ালে পুলিশ হানা দেয় ঐ এলাকায়। পুলিশ ধর্ষিতাকে উদ্ধার করে গ্রেফতার করে লম্পট শরীফকে। এ ব্যাপারে মামলা হয়েছে। ওসি সফিকুল ইসলাম মোল্লা সংবাদ মাধ্যমকে জানান,এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।