সিংগাইরে খাসেরচরে ধর্ষিত স্কুল ছাত্রীর ভূমিষ্ঠ শিশুর অবশেষে পিতার সন্ধান মিললো
কোহিনূর ইসলাম রাব্বিঃ
মানিকগঞ্জের সিংগাইরে ধল্লা ইউনিয়নের খাসেররচর গ্রামে ধর্ষিত স্কুল ছাত্রীর গর্ভের ভূমিষ্ঠ শিশুর সন্ধান মিলেছে।ফলে সমস্ত জল্পনার অবসান হয়েছে।
জানা গেছে,২০২২ সালের ১ম দিকে ঐ গ্রামের জনৈকা স্কুল ছাত্রী(১১)ধর্ষণের শিকার হয়। ৬ মাস পর ঘটনাটি ফাঁস হয়। ঐ সালের ৬ আগস্ট এ ব্যাপারে মামলা হয়।স্কুল ছাত্রীর দেয়া তথ্য অনুযায়ী পুলিশ তাৎক্ষণিক ঐ গ্রামের মোহন(৬০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়।এদিকে ২০২২ সালের ১ নভেম্বর ঐ স্কুল ছাত্রীর গর্ভের সন্তান ভূমিষ্ঠ হয়।শুরু হয় গোয়েন্দা শাখার ফরেনসিক বিভাগের ডিএনএ পরীক্ষা।কিন্তু পরীক্ষায় মোহনের সংশ্লিষ্টতা পাওয়া যায় না।বিজ্ঞ আদালতের নির্দেশে পুলিশ আরো ২ জনকে আটক করে আদালতে পাঠালে তাদের রিপোর্টও নেগেটিভ আসে।এরপর পুলিশ আরো অধিকতর তথ্য সংগ্রহ করে জয়নাল আবেদীনের পুত্র নূর আলম(৩৬)কে আটক করে ডিএনএ পরীক্ষা করে।২৬ সেপ্টেম্বর তার রিপোর্ট পজিটিভ আসে।
ওসি সৈয়দ মিজানূর রহমান জানান,ডিএনএ রিপোর্ট আসার পর সাথে সাথেই তাকে গ্রেফতার করে ২৭ সেপ্টেম্বর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।উল্লেখ্য শিশুটির নাম আলিফ।তার বয়স এখন ১০ মাস।