সিংগাইরে খাসেরচরে চাঁদাবাজির টাকা বাকি থাকায় গরু লুট

স্টাফ রিপোর্টারঃ
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের খাসেরচরে চাঁদাবাজির টাকা বাকি থাকায় গরু লুটের ঘটনা ঘটেছে।এ ঘটনায় উত্তাল গোটা এলাকা।

জানা গেছে, গত ২৩ সেপ্টেম্বর ঐ গ্রামের নূরুল হকের বাড়িতে সাভারের ফুলবাড়িয়া থেকে আলআমিন নামে তাদের এক আত্মীয় বেড়াতে আসে।২৪ সেপ্টেম্বর ভোর রাতে প্রতিবেশী ধূর্তবাজ সেলিম এবং তার গ্রুপের সদস্যরা নূরুল হকের কন্যা ও প্রবাসীর স্ত্রী সাথে আলআমিনের অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে সালিশের নামে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে। উপায়হীন ঐ পরিবার তাদের দাবিকৃত ১ লক্ষ টাকার স্থলে ৫০ হাজার টাকা পরিশোধ করে।৫০ হাজার টাকা পরিশোধ না করায় লুট করে নেয় ঐ বাড়ির একটি গরু।গরুটি ঐ গ্রামের শিরুর ছেলে আব্বাসের বাড়িতে আছে বলে জানা গেছে।

নূরুল হক জানায়,৫০ হাজার টাকা পরিশোধ করলে আমার গরুটি ফেরত দেবে বলে তারা জানিয়েছে। নূরুল হকের কন্যা ও প্রবাসীর স্ত্রী জানায়,ছেলেটি সম্পর্কে আমার আত্মীয়। আমাদের বাড়িতে বেড়াতে আসলে প্রতিবেশী সেলিম ও সাবেক ইউপি সদস্য আরিফ এবং তাদের সাঙ্গপাঙ্গরা অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে নামমাত্র সালিশের নামে ১ লক্ষ চাঁদা দাবি করে।ইজ্জতের ভয়ে আমরা ৫০ হাজার টাকা পরিশোধ করলেও বাকি ৫০ হাজার টাকার জন্য ১টি গরু নিয়ে যায়।

এ ব্যাপারে সেলিমকে পাওয়া না গেলেও ঐ ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আরিফের সাথে যোগাযোগ করলে তিনি জানান,এ ব্যাপারে আমি কিছুই জানি না।আমি বিষয়টি বিস্তারিত জেনে আপনাকে জানাচ্ছি।থানা-পুলিশ জানায়,এ ব্যাপারে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।protikee

শিরোনাম