সিংগাইরে খাসেরচরে অটো বাইক চুরি করতে গিয়ে ধরা পড়ল চোর

মোঃ আনোয়ার হোসেনঃ
মানিকগঞ্জের সিংগাইরে ধল্লা ইউনিয়নের খাসেরচর গ্রামে প্রকাশ্য দিবালোকে অটো বাইক চুরি করতে গিয়ে মালিক ও এলাকাবাসীর হাতে ধড়া পড়ল চোর।

জানা গেছে,রোববার(২৪ জুলাই) বিকেলে ঐ গ্রামের পাষাণ মিয়ার অটো বাইক চুরি করতে যায় একই ইউনিয়নের মেদুলিয়া গ্রামের মুসলেমের পুত্র আলামিন। এ সময় টের পেয়ে অটো বাইক মালিক গ্রামবাসীদের সহযোগিতায় তাকে আটক করে। চোরকে থানায় হস্তান্তর করা হয়েছে কিনা,তা জানা যায়নি।

শিরোনাম