সিংগাইরে ক্যান্সারে আক্রান্ত এলাহীর অর্থাভাবে চিকিৎসা মিলছে না

 

সংবাদ জমিন ডেস্ক ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরে ধল্লা ইউনিয়নের খাসেরচর গ্রামের পশু চিকিৎসক গোলাম এলাহী ক্যান্সারে আক্রান্ত। নিজে সাধ্যমত চিকিৎসা করার চেষ্টা করছেন। কিন্তু বিধি বাম। অর্থের অভাবে তার চিকিৎসা মিলছে না।

তিনি সকলের কাছে তার জীবন বাঁচানোর জন্য সাহায্যের আকুল আবেদন করেছেন। মানুষ, মানুষের জন্য। জীবন জীবনের জন্য। সাহায্য পাঠাবার ঠিকানা, নগদ ০১৭৩১৬৬৬৩৯২ এবং তার ব্যাংক একাউন্ট নাম্বার ১০৮৩৪৫৬০১০২৮৫, ব্যাংক এশিয়া প্রধান শাখা। আপনার একটু সাহায্যে এলাহী ফিরে পেতে পারে একটি নতুন জীবন। বেঁচে যাবে একটি পরিবার। সাহয্য করি, নতুন পৃথিবী গড়ি। ছবি-সংগৃহীত

শিরোনাম