সিংগাইরে কোরআন পোড়ানোর প্রতিবাদে মুসুল্লীদের বিক্ষোভ-সমাবেশ

কোহিনূর ইসলাম রাব্বিঃ
মানিকগঞ্জের সিংগাইরে পবিত্র আল কোরআন পোড়ানোর প্রতিবাদে ধর্মপ্রাণ মুসুল্লীরা বিক্ষোভ-সমাবেশ করেছে।

জানা গেছে,উপজেলার ধল্লা ইউনিয়নের বাস্তা গ্রামের মতিউরের পুত্র মকবুল(৩০)সম্প্রতি আল কোরআন পুড়িয়ে ফেলে।লোকজন বারণ করলেও তাতে লাভ হয়নি।এ ঘটনা ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড় ও উত্তেজনার সৃষ্টি হয়।বুধবার(১৩ মার্চ) বেলা ২টার সময় ধর্মপ্রাণ মুসুল্লীরা রাস্তায় বেরিয়ে আসে এবং হেমায়েতপুর-সিংগাইর সড়কের বাস্তা বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল শুরু করে গাজিন্দা মাদ্রাসায় এসে সমাবেশে মিলিত হয়।সমাবেশে বক্তব্য রাখেন, মুফতি আবদুল কুদ্দুস, মাওলানা আলাউদ্দিন, মাওলানা ইসমাইল হোসেন, মাওলানা আব্দুল হাকিম ও মাওলানা আব্দুল আলীম প্রমুখ।এ ব্যাপারে ওসি জিয়ারুল ইসলাম জানান,অভিযুক্ত মকবুলকে গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

শিরোনাম