সিংগাইরে কৃষকের গো-খাবারের সাথে শত্রুতা !

কোহিনূর ইসলাম রাব্বি ঃঃ
কোন জমি, কোন বাড়ি কিংবা কোন ফসল নয়, এবার কৃষকের গো-খাদ্যের সাথে শত্রুতার ঘটনা ঘটেছে। মানিকগঞ্জের সিংগাইরে ঐ কৃষকের ২টি খরের পালায় আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে। এতে ঐ কৃষকের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।

সোমবার (২৪ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার সিংগাইর সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড এর মৃত. সৈয়দ আলীর পুত্র মান্নান ওরফে মোন্নাফ (৫০) এর খরের পালায় কে বা কারা আগুন ধরিয়ে দেয়। লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করলে তাতে লাভ হয়নি। ততক্ষণে সব পুড়ে ছাই।

শিরোনাম