সিংগাইরে কালী মন্দিরের প্রতিমা ভাঙচুর,গ্রেফতার-১

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইরে সায়েস্তা ইউনিয়নের সাহরাইল সিদ্ধাবাড়ির শিতলা কালী মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে।
জানা গেছে,শুক্রবার(১৫ জুলাই) দিবাগত গভীর রাতে কে বা কারা ঐ মন্দিরে প্রবেশ করে ৩টি প্রতিমা ভাঙচুর করে।

এ ঘটনার সাথে জড়িত মোঃ শামীম ওরফে পাগলা শামীম(৩৫)কে শনিবার জনতা আটক করে প্রথমে স্থানীয় ইউনিয়ন পরিষদে এবং পরে পুলিশে সোপর্দ করেছে। পাগলা শামীমের বাড়ি রংপুরের পীরগঞ্জের সাহাপুর গ্রামে। তার পিতার নাম রশিদ।

এ ব্যাপারে মামলা হয়েছে।শেষ খবর পাওয়া পর্যন্ত মানসিক ভারসাম্যহীন শামীমকে চিকিৎসা দেয়া হচ্ছিল। ইতিমধ্যে পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শিরোনাম