সিংগাইরে কাঞ্চননগর গ্রামে তালাবদ্ধ ঘরে মিলল মহিলার লাশ

মোঃ কোহিনূর ইসলাম রাব্বিঃ
মানিকগঞ্জের সিংগাইরে জামির্ত্তা ইউনিয়নের কাঞ্চননগর গ্রামে তালাবদ্ধ একটি ঘর থেকে এক মহিলার লাশ উদ্ধার করেছে থানা-পুলিশ।কে বা কারা ঐ মহিলাকে হত্যা করে তালাবদ্ধ করে রাখলো তা নিয়ে চলছে তোলপাড়।

জানা গেছে,রবিরার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ঐ গ্রামের মরহুম দরবেশ মোল্লার স্ত্রী সাফিয়া আক্তার লক্ষ্মী(৫৫)পারিবারিক কলহ থাকায় পাশের দেবর পুত্রের বিয়ে না খেয়ে বাড়িতে অবস্থান করছিল।সন্ধ্যা ৭টার দিকে ছেলে তরিকুল কর্মস্থল থেকে ফিরে এসে তালাবদ্ধ ঘরের তালা খুলে দেখে মায়ের রক্তাক্ত দেহ পড়ে আছে।তার চিৎকারে লোকজন এগিয়ে আসে এবং থানা-পুলিশকে খবর দেয়।পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।সোমবার(২৯ জানুয়ারী)ময়না তদন্ত শেষে সন্ধ্যায় নিজ বাড়ির আঙ্গিনায় শ্বশুর ও স্বামীর কবরের পাশেই তার দাফন কার্য সম্পন্ন হয়।

এলাকাবাসী জানায়,পাশের বাড়ির দেবর কুদ্দুসের পুত্র বাদশা মোল্লার বিবাহ চলছিল।পারিবারিক কলহ থাকায় লক্ষ্মী ও তার সন্তানেরা বিয়েতে না গিয়ে নিজ বাড়িতে খাবারের আয়োজন করে। এছাড়া প্রতিবেশী আছর উদ্দিনের পুত্র সাঈদ,বিল্লাল ও প্রবাসী রফিকুলের সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে ইতিপূর্বে লক্ষ্মীকে ধাওয়া দিয়েছিল আছরের পুত্ররা।এছাড়া দেবর কুদ্দুস ও তার ভাতিজা সোহেল এর সাথেও তাদের পারিবারিক সংঘাত চলে আসছিল।কেউ বলছে মানসিক ভারসাম্যহীন পুত্র রতন তার মাকে হত্যা করেছে।আবার কেউ বলছে,জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষরা তাকে হত্যা করেছে।

তদন্ত কর্মকর্তা এসআই রিজওয়ান জানান, সিলিং ফ্যানের বডি দিয়ে আঘাত করায় লক্ষ্মী ঘটনাস্থলেই মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে সিংগাইর থানার ওসি মোঃ জিয়ারুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে।খুনের ঘটনায় থানায় কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শিরোনাম