সিংগাইরে করোনা টিকা দেয়ার নামে চাঁদা নেয়ায় দু’প্রধান শিক্ষককে শোকজ


মানিকগঞ্জ প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরে করোনা টিকা নেয়ার নাম করে শিক্ষার্থীদের কাছ থেকে চাঁদা হাতিয়ে নেয়ার অভিযোগে কর্তৃপক্ষ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান ও তালেবপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কহিনূর রহমানকে শোকজ করা হয়েছে। শোকজ নোটিশের জবাব দেয়ার জন্য সময় বেঁধে দেয়া হয়েছে ৩ দিন।

গত ১১ ডিসেম্বর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮৪৫ জন শিক্ষার্থীদের কাছ থেকে পরিবহন ভাড়া ও নাস্তা বাবদ ২’শত টাকা করে চাঁদা নেয়া হয়। অপরদিকে ১২ ডিসেম্বর তালেবপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুরুপ ঘটনা ঘটে।


শিরোনাম