সিংগাইরে করোনায় চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু

 

কোহিনূর ইসলাম রাব্বি ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরে বলধারা ইউনিয়নের নলগোলা গ্রামের জয়নালের পুত্র আসলাম(৩২) করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ( ৮ জুলাই) তার মৃত্যু হয়েছে। তার লাশ বৃহস্পতিবার বিকেলে প্রশাসনের সহায়তায় স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।এ খবর নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হেলথ এ্যাসিস্ট্যান্ট রাজীব খান।

এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পরামর্শ অনুযায়ী ঐ বাড়ির ৭ সদস্যকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ঐ বাড়ির আরো ১ জনের শ্বাসকষ্ট রয়েছে। আশে পাশের অন্য কেউ এ পরিবারের সাথে ১৪ দিন কাছাকাছি অবস্থান থেকে বিরত থাকার নির্দেশ প্রদান করা হয়েছেে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে।

 

শিরোনাম