সিংগাইরে ওসির হস্তক্ষেপে অবশেষে আশ্রয় মিলল বৃদ্ধ আলমের

 

কোহিনূর ইসলাম রাব্বি ঃঃ
মানিকগঞ্জের সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যার হস্তক্ষেপে অবশেষে আশ্রয় মিলল বৃদ্ধ আলমের। জমি সংক্রান্ত বিষয়াদি নিয়ে দীর্দিন ধরে পুত্র সন্তানেরা তার ভরণ পোষণ করছিল না। দ্বারে দ্বারে ঘুরেও কোন ফল হয়নি। নিদারণ কষ্ট করেই দিন যাপন করছিল এই বৃদ্ধ। ওসির ওসিলায় বৃদ্ধ আলম শেষ পর্যন্ত কিনারা খুঁজে পেল।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বলধারা ইউনিয়নের খোলাপাড়া গ্রামের বৃদ্ধ আলমের ৬ ছেলে ও ৫ মেয়ে। ৫ মেয়ে সংসার করছে। ৬ ছেলের মধ্যে ৪ ছেলে ১ম ঘরের। ২ ছেলে ২য় ঘরের। ১ম ঘরের ৪ সন্তান হাসমত, আবুল, বাবুল ও রমজান তার সম্পত্তি বিক্রি করে অর্থ হাতিয়ে নেয়। বাকী সম্পত্তি ৪ ভাই লিখে নেয়। পরের ঘরের দু’ভাই সুরুজ ও সোহরাব বাঁধ সাধে। এ নিয়ে ভাইদের মধ্যে দ্বন্দ্ব শুরু হলে বৃদ্ধ পিতার ভরণ-পোষণ বন্ধ করে দেয় সকল ছেলে। এলাকার গণ্যমান্যরা মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হন।

উপায়ন্তর না পেয়ে ঐ বৃদ্ধ শুক্রবার (৩০ জুলাই) ভরণ-পোষণ না দেয়ার জন্য থানায় অভিযোগ করেন। অভিযোগ পেয়ে থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা পুত্রদের থানায় তলব করে এবং থানায় বসে মীমাংসা করে দেন। প্রত্যেক পুত্র ১ মাস করে পিতার ভরণ-পোষণ করবেন।

এ ব্যাপারে ওসি সফিকুল ইসলাম মোল্লার দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, অবশ্যই ভরণ-পোষণ করতে হবে, অন্যথায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শিরোনাম