মানিকগঞ্জ প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরে ধল্লা ইউনিয়নের খাসেরচর গ্রামে একই রাতে, একই সময়ে ৪ বাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। আর এ ঘটনায় ঐ গ্রামের মানুষ হতবাক হয়ে পড়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এর রহস্য উন্মোচনে প্রত্যয় ব্যক্ত করেছেন। এদিকে একই গ্রামে, একই রাতে, একই সময়ে কিভাবে ৪ বাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটল, তা নিয়ে সর্বত্র চলছে জল্পনা-কল্পনা।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সোমবার ( ৯ আগস্ট) রাত আনুমানিক ৩ টার দিকে ঐ গ্রামের মৃত বাহাদূর ফকিরের পুত্র কুটু (৪০), মৃত মিয়া খানের পুত্র আলীমুদ্দিন (৫৫), মৃত সোনার পুত্র শাকের (৪০) ও মৃত ছাবন মন্ডলের পুত্র আমের মিস্ত্রী (৬৫) এর বাড়িতে হঠাৎ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ সময় গোটা এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। লোকজন ছুঁটে গিয়ে আগুন নিভাতে সক্ষম হলেও ততক্ষণে অগ্নিকান্ডে ৪ বাড়ির আনুমানিক প্রায় সাড়ে ৩ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাটি তদন্তে দুই জন কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে।
ওসি সফিকুল ইসলাম মোল্যা বলেন, এ ঘটনার সাথে যারাই জড়িত, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। ছবি-প্রতিকী