সিংগাইরে উন্নয়ন মূলক কাজে বাদল চেয়ারম্যানের তুলনা হয় না
স্টাফ রিপোর্টার ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরে উন্নয়ন মূলক কাজে চান্দহরের শওকত হোসেন বাদল চেয়ারম্যানের তুলনা নেই। উন্নয়ন মূলক কাজে বাদল চেয়ারম্যান অতীতের অন্যান্য চেয়ারম্যানের চেয়ে এগিয়ে আছেন।
এক কথায় তিনি অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছেন। কি রাস্তাঘাট, কি কালভার্ট, কি ব্রীজ, কি শিক্ষা প্রতিষ্ঠান, সব ক্ষেত্রেই তার কম বেশি অবদান রয়েছে। সেদিক থেকে অতীতের সকল চেয়ারম্যানের চেয়ে তিনি ব্যাপক উন্নয়ন মূলক কাজ করেছেন। তার তুলনা হয় না, তার তুলনা সে নিজেই। অতীতের সকল চেয়ারম্যান যে কাজ করেছেন, তাদের সবাইকে তিনি টপকে গেছেন। জনগণ তাকেই নৌকার প্রার্থী হিসেবে আবারো দেখতে চায়। মাঠ পর্যায়ের জরিপ তাই বলছে। সবচেয়ে অবাক করার কান্ডটি হচ্ছে, তিনি তার ইউনিয়নে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পেরেছেন।