সিংগাইরে ঈদ করা হলো না বৃদ্ধা ফুলজানের

 

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি ঃঃ

মানিকগঞ্জের সিংগাইরে ঈদ করা হলো না বৃদ্ধা ফুলজানের। ১২ মে ফুলজান বেগম (৮০) এর লাশ উদ্ধার করে থানা পুলিশ।-লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

জানা যায়, সিংগাইর পৌর এলাকার কাশিম নগর মহল্লার নাসিরের স্ত্রী ফুলজান (৮০) নিজ বাড়িতে ১১ মে দিবাগত গভীর রাতে ফাঁস নিয়ে আত্মহত্যা করে অন্তরজ্বালা নিস্তেজ করে। খবর পেয়ে পরের দিন ১২ মে পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে। ফাঁস নেয়ার কারণ জানা যায়নি। পুলিশ বলছে,ময়না তদন্তের রিপোর্ট ছাড়া কিছুই বলা যাচ্ছে না।

শিরোনাম