সিংগাইরে ইসলামপুর গ্রামের তোফাজ্জল মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলেও তালিকা নাম নেই

নিজস্ব প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইরে চান্দহর ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত আব্দুল গফুর মিয়ার পুত্র তোফাজ্জল হোসেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলেও তালিকায় নাম নেই।

প্রায় পর্যাপ্ত কাগজপত্র থাকলেও তার নাম কেন মুক্তিযোদ্ধার তালিকায় নেই,সে প্রশ্নের কোন উত্তর আজও মেলেনি।মুক্তিযোদ্ধার তালিকায় কেন নাম নেই,এ কথা মনে হতেই তার হৃদয় দুমরে-মুচড়ে যায়। কখনো কান্নায় ভেঙ্গে পড়েন।পাক বাহিনীর তাড়া খেয়ে দেয়াল টপকে বাঁচতে গিয়ে তার হাত ভেঙ্গে যায়। সে হাতের তাড়না এখনো তাকে বয়ে বেড়াতে হচ্ছে। হৃদয়ে রক্তক্ষরণতো হচ্ছেই। তার উপর আবার হাতের ব্যথা। তোফাজ্জল জানান,জীবনের শেষ মুহূর্তে মুক্তিযোদ্ধার স্বীকৃতি চাই,জীবনে আর কিছু চাওয়া পাওয়ার নেই।

শিরোনাম