সিংগাইরে ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক সম্রাট পাকড়াও

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইরে ৮০০(আটশত) পিস ইয়াবা ট্যাবলেট ও ৬০(ষাট) গ্রাম হেরোইন (সর্বমোট বাজারমূল্য অনুমান=৮,৪০,০০০/-টাকা) উদ্ধারসহ গ্রেফতার চার।

জানা গেছে,০৪ মার্চ (শনিবার) বিকাল অনুমান ০৪.১০ ঘটিকায় সিংগাইর উপজেলার চর দূর্গাপুর (জয়মন্টপ) এলাকা হতে মোঃ রমজান আলী@রমজান পাল (৪৮) নামের এক ব্যক্তিকে আটক করে মানিকগঞ্জ ডিবি পুলিশ। এসময় তার সাথে থাকা ৭০০ (সাতশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত মোঃ রমজান আলী@রমজান পাল সিংগাইর উপজেলার চর দূর্গাপুর (জয়মন্টপ)গ্রামের মৃত হাতেম আলী@হাতেম পালের ছেলে।

একই তারিখ মানিকগঞ্জ ডিবি পুলিশের আরেকটি অভিযানিক দল রাত অনুমান ০৮.১০ ঘটিকায় সিংগাইর উপজেলার চর রাজনগর এলাকা হতে চর রাজনগর গ্রামের মোঃ খালেক বিশ্বাসের ছেলে মোঃ নাজমুল হোসেন@বাকি (৪৫), নিলটেক গ্রামের মোঃ আওলাদ হোসেনের ছেলে মোঃ মিরাজুল ইসলাম (৩৪) এবং মানিকনগর গ্রামের কালাচানের ছেলে করিম (৩৮)দেরকে আটক করে। এসময় তারদের সাথে থাকা ৬০ গ্রাম হেরোইন ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শিরোনাম