সিংগাইরে ইটভাটার ধোঁয়ায় পুড়ে যাওয়া ধানের ক্ষতিপূরণ দেয়া হলো কৃষকদের

 

কোহিনূর ইসলাম রাব্বি ঃঃ
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের রিফায়েতপুর ও জামির্ত্তা ইউনিয়নের হাতনি চকে ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুন,২০২১ ) বেলা ২ টার দিকে উপজেলার চান্দহর ইউনিয়নের রিফায়েতপুর চকের মোট ৬২ জন কৃষককে ৪ লাখ ৯১ হাজার টাকা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুশফিকুর রহমান খান হান্নান, ইউপি চেয়ারম্যান শওকত হোসেন বাদল, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো মনির হোসেন, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মো. ছানোয়ার হোসেন ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক মো. ইউনুস, ইউপি সদস্য সেলিম আব্বাস প্রমুখ।

অপরদিকে হাতনী চকের ক্ষতিগ্রস্ত ১২১ জনকে ক্ষতিপূরণ হিসেবে দেয়া হয় ১৪ লাখ সাড়ে ৮ হাজার টাকা। ইটভাটার মালিকদের কাছ থেকে উঠানো এ টাকা ইউনিয়ন পরিষদের মাধ্যমে বিতরণ করা হয়। আবার অনেকের নাম বাদ পড়ার অভিযোগও উঠেছে বলে জানা গেছে।

শিরোনাম