সিংগাইরে ইউএনও রুনা লায়লাকে আপা বলায় ব্যবসায়ীকে লাঠিপেটা

 

স্টাফ রিপোর্টার ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুনা লায়লাকে আপা বলায় তার নির্দেশে পুলিশ এক ব্যবসায়ীকে লাঠিপেটা করেছে। ঐ ব্যবসায়ী জয়মন্টপ এলাকার গৌর চন্দ্র দাসের ছেলে তপন দাস।

বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের জায়গীর বাজার বাস স্ট্যান্ডে ক্রেতা-বিক্রেতাদের চাপে সাময়িক সময়ের জন্য দোকান খুলতে বাধ্য হন তপন। এ সময় ইউএনও রুনা লায়লা অভিযানে আসলে ঐ ব্যবসায়ীর দোকানে হানা দেয়। তপন দাস তাকে আপা বলে সম্বেধন করায় ইউএনও রুনা লায়লা ক্ষিপ্ত হয়ে উঠেন এবং তার নির্দেশে পুলিশ ঐ ব্যবসায়ীকে লাঠিপেটা করে। পাশাপাশি ভ্রম্যমান আদালতের মাধ্যমে তার জরিমানাও করা হয়।

এ ব্যাপারে ইউএনও রুনা লায়লা সংবাদ মাধ্যমকে জানান, আসলে এ জন্য তাকে মারা হয় নাই, দোকান খোলার অপরাধে তাকে মারধর ও জরিমানা করা হয়েছে।

শিরোনাম