সিংগাইরে ইউএনও দিপন দেবনাথের ব্যতিক্রমী উদ্যােগ “শিশুদের বৃক্ষ পরিচিতি মেলা”

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
আজ ১১ অক্টোবর, ২০২৩ বুধবার “পরম বন্ধু গাছকে জানি” এ শ্লোগান সামনে রেখে উপজেলা প্রশাসন, সিংগাইর, মানিকগঞ্জ ও উপজেলা কৃষি অফিস এর সহযোগিতায় “শিশুদের বৃক্ষ পরিচিতি মেলা অনুষ্ঠিত হয়।

মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ ইউএনও, দিপন দেবনাথ এর সৃষ্টিশীল কাজের আর একটি নতুন ব্যতিক্রমী উদ্যোগ ” শিশুদের বৃক্ষ পরিচিতি মেলা” যার মাধ্যমে পরবর্তী প্রজন্মে গাছের ভেজষ গুণ,সবজি আর ফলমূলের প্রয়োজনীয়তাসহ এর গুনাগুণ সম্পর্কে সম্মক ধারণা জন্মাবে।এই অনুষ্ঠানের আয়োজক ও সভাপতি উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথ বলেন, আমাদের পরম উপকারী বন্ধু গাছ সম্পর্কে শিক্ষার্থীদের প্রাথমিক জীবনেই ধারনা দেওয়ার লক্ষে এই আয়োজন। গাছের প্রতি অনুরাগ সৃষ্টি করা না গেলে পরিবেশকে বাঁচানো যাবে না। মাননীয় প্রধানমন্ত্রীর “১ ইঞ্চি জমি যেনো ফাঁক না থাকে” অনুশাসন বাস্তবায়নের জন্যও শিক্ষার্থীদের গাছ ও প্রকৃতি সম্পর্কে জানতে ওষুধি,ফুল,তেল-,মসলা জাতীয় বিভিন্ন প্রজাতির ২৮২ প্রকারের গাছ ও সবজি শিক্ষার্থীদের পরিচিত করানোর লক্ষে উপস্থাপন করা হয়। প্রায় ১২০ প্রকার সবজি শস্য ও গাছের বীজও মেলায় প্রদর্শন করা হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক, (শিক্ষা ও আইসিটি) মানিকগঞ্জ শুক্লা সরকার। মুখ্য আলোচক ছিলেন প্রকৃতি ও পরিবেশ বিষয়ক লেখক ও গবেষক বাংলা একাডেমির ফেলো মোকারম হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. হাবিবুল বাশার চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম আব্দুল হান্নান, সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আক্রাম হোসাইন, সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুবকর সিদ্দিকী, সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক একেএম আরিফুর রহমান, প্রকৃতি ও পরিবেশ বিষয়ক নন্দিত সৃজনশীল লেখক, সাবেক জাতীয় ক্রীড়াবিদ কারাতে ব্লাক বেল্ট (১ম ড্যান) হোল্ডার, সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয়ের শারীরিক শিক্ষা শিক্ষক,গবেষক, বরেণ্য সাংবাদিক ও প্রখ্যাত কলামিস্ট মো. আলতাফ হোসেন ( উড ব্যাজার), কথাসাহিত্যক,রিপন আহসান রিতু,উপজেলা শিক্ষা অফিসার সৈয়দা নার্গিস আক্তার।

অনুষ্ঠান সঞ্চালন করেন জোহরা খাতুন, প্রশিক্ষক, উপজেলা রিসোর্ট সেন্টার। আরোও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. ফারুক হোসেন, সিংগাইর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আরা ভূইয়া, সহকারী শিক্ষক খাইরুন্নাহার নিপা (উড ব্যাজার) প্রমুখ।প্রযুক্তির আগ্রাসনে কোমলমতি শিশুরা যখন পড়াশোনায় অমনোযোগী ও অন্যান্য মন্দ কাজে আসক্ত হয়ে পড়েছে ঠিক তখনই এ আসক্ত থেকে ফিরিয়ে আনতে এমনটা ব্যতিক্রমী সংযোজন সিংগাইর উপজেলার সুযোগ্য ইউএনও দিপন দেবনাথের।

উপজেলা চত্বরে দিনব্যাপী চলে এ মেলা। উপজেলার ৯৭ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যেক বিদ্যালয় থেকে ২ জন শিক্ষকের নেতৃত্বে ১৫ জন শিক্ষার্থী “বৃক্ষ পরিচিতি মেলায় অংশ নেয়। সকাল থেকেই বনজ, ফলজ ও ওষুধি গাছ ও বীজের সাথে পরিচিত হতে মেলা প্রাঙ্গণে সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীসহ সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও সিংগাইর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার অন্যান্য বিদ্যালয়ের শিক্ষার্থীদের ঢল নামে। দলবদ্ধ হয়ে গাছ ও বীজের নাম খাতায় লিপিবদ্ধ করে।

কোমলমতি শিক্ষার্থীরা গাছ ও বীজ সম্পর্কিত কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়। সর্বোচ্চ উত্তর প্রদানকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে বই, ক্রেস্ট এবং গাছের চারা বিতরণসহ বৃক্ষরোপণ করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। বৃক্ষ মেলায় যারা সহযোগিতা করেছেন তাদের সংশ্লিষ্ট বৃক্ষ প্রতিকৃতি সম্বলিত সম্মাননা ক্রেস্ট প্রদানের মধ্য দিয়ে শেষ হলো “শিশুদের বৃক্ষ পরিচিতি মেলা”।

শিরোনাম